Tumpa Lyrics - Arob Dey
2020
About this song
- lyric/Singer/Rap - Arob Dey
- Composed/ arranged by - Avishek Saha
- Programming - Avishek & Shamik
- licensor and Producer- Arijit Sorkar(youtube/confusedpicture)
- Cast - Sayan Ghosh , Sumana Das , Dipangshu Acharya , Subrata Sengupta , Madhumita Biswas , Ashmita Bhaduri , Dipak Das , Arob Dey , Avishek etc
- Edit - Arijit Sorkar
- Cinematography - Pratim Biswas
- CC - Pratim Biswas
- Music - Indraneel Chatterjee & Arob
- Art Direction - Dipanwita Ray (Dilly Dipz)
- Song Choreographer - Amar Gupta
- Production and Asst Direction - Akash Bhattacharjee & Indraneel Chatterjee
- Make-up - Debarati Biswas & Rinika
- BTS - Sayan Chakraborty , Sahil Sarkar , Sur o Sree , Deep Sen, Sayan Ghosh
- Asst Production manager - Nilotpal , Jojo , Avijit Barik
- Producer - Susanto Prasad
- Direction - Arijit Sorkar
Lyrics
বেনারসী পরিয়ে
সিঁথিতে সিঁদুর দিয়ে,
তারাপিঠে গিয়ে করেছিলাম বিয়ে,
রাতে ফুলশয্যা হলো তারপর সকাল হলো
ঘুম থেকে উঠে দেখি
বউ পালালো জানলা দিয়ে
সিঁথিতে সিঁদুর দিয়ে,
তারাপিঠে গিয়ে করেছিলাম বিয়ে,
রাতে ফুলশয্যা হলো তারপর সকাল হলো
ঘুম থেকে উঠে দেখি
বউ পালালো জানলা দিয়ে
বউটা চলে গেল, মনটা ভেঙে গেল
প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল।
রেললাইনে গলা দেবো
তখন আমি ভেবেছিলাম,
তারপর হঠাৎ করেই
লাইফে আমার টুম্পা এলো।
প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল।
রেললাইনে গলা দেবো
তখন আমি ভেবেছিলাম,
তারপর হঠাৎ করেই
লাইফে আমার টুম্পা এলো।
ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা
আমি মাইরি বলছি আর খৈনি খাব না,
চাঁদনী রাতে আমি টুম্পার সাথে
যাবো ডিনার ডেটে পোচ মামলেট খেতে
আমি মাইরি বলছি আর খৈনি খাব না,
চাঁদনী রাতে আমি টুম্পার সাথে
যাবো ডিনার ডেটে পোচ মামলেট খেতে
টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দীঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দীঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা
এই টুম্পা আয় আয় !
টুম্পা আজা মেরি পাস
থোড়ি চ্যানসে লে তু শ্বাস,
আমি হেরে যাওয়ার আগেই
উল্টে দেবো তাস,
পাল্টে দেব বাজি, নমস্কার পাজি
সব স্বপ্ন হবে সত্যি
বলছে মিঠুন চক্রবর্তী।
মিঠুন দা, নাচুন না
এই মিঠুন দা নাচুন না।
টুম্পা আজা মেরি পাস
থোড়ি চ্যানসে লে তু শ্বাস,
আমি হেরে যাওয়ার আগেই
উল্টে দেবো তাস,
পাল্টে দেব বাজি, নমস্কার পাজি
সব স্বপ্ন হবে সত্যি
বলছে মিঠুন চক্রবর্তী।
মিঠুন দা, নাচুন না
এই মিঠুন দা নাচুন না।
আমি গয়া গিয়ে
মাথার চুল কামিয়ে,
আগের বউয়ের নামে
এসেছি পিন্ডি দিয়ে।
সামনের ভাদ্র মাসে ছাঁদনা তলায় বসে
ইংলিশে মন্ত্র পড়ে
টুম্পাকে করবো বিয়ে।
মাথার চুল কামিয়ে,
আগের বউয়ের নামে
এসেছি পিন্ডি দিয়ে।
সামনের ভাদ্র মাসে ছাঁদনা তলায় বসে
ইংলিশে মন্ত্র পড়ে
টুম্পাকে করবো বিয়ে।
ও টুম্পা সনম তুঝে মেরি কসম
আমি বস্তির বাদশা, তুই আমার বেগম।
কোনো মধুর রাতে আমি টুম্পার সাথে
বসে বাদাম খাবো আমার টালির ছাতে
আমি বস্তির বাদশা, তুই আমার বেগম।
কোনো মধুর রাতে আমি টুম্পার সাথে
বসে বাদাম খাবো আমার টালির ছাতে
টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দিঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দিঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা
Benarosi poriye sithi te sindur diye
Tarapithe giye korechilam biye
Raate fulosojja holo
Ghum theke uthe dekhi
Bou palalo janla diye
Tarapithe giye korechilam biye
Raate fulosojja holo
Ghum theke uthe dekhi
Bou palalo janla diye
Bou ta chole gelo, monta venge gelo
Prestige ja chilo puncture hoye gelo
Rail line e gola debo
Tokhon ami bhebechilam
Tarpor hothat korei
Life e amar tumpa elo
Prestige ja chilo puncture hoye gelo
Rail line e gola debo
Tokhon ami bhebechilam
Tarpor hothat korei
Life e amar tumpa elo
O tumpa sona duto humpi dena
Ami mairi bolchi aar khoini khabo na
Chandni raate ami tumpar sathe
Jabo dinner date e poch mamlet khete
Ami mairi bolchi aar khoini khabo na
Chandni raate ami tumpar sathe
Jabo dinner date e poch mamlet khete
Tumpa
Nake nak ghose dena
Tumpa
Tui amar puchki sona
Tumpa
Toke niye digha jabo
Tumpa
Gadha phule khat sajabo tumpa
Nake nak ghose dena
Tumpa
Tui amar puchki sona
Tumpa
Toke niye digha jabo
Tumpa
Gadha phule khat sajabo tumpa
Ai tumpa ay ay
Tumpa aaj meri paas
Thori chainse le ty shaas
Ami here jaoar agei
Ulthe debo taas
Palte debo baazi, namoskar paji
Sob swapno hobe sotti
Boleche mithun chakraborty
Mithun da, nachun na
Ai mithun da nachun na
Tumpa aaj meri paas
Thori chainse le ty shaas
Ami here jaoar agei
Ulthe debo taas
Palte debo baazi, namoskar paji
Sob swapno hobe sotti
Boleche mithun chakraborty
Mithun da, nachun na
Ai mithun da nachun na
Ami goya giye
Mathar chul kamabo
Aager bou er name
Esechi pindi diye
Samoner bhadro mase chadna tolai bose
Elishe mantro pore
Tumpa ke korbo biye
Mathar chul kamabo
Aager bou er name
Esechi pindi diye
Samoner bhadro mase chadna tolai bose
Elishe mantro pore
Tumpa ke korbo biye
Oh tumpa sanam tujhe meri kasam
Ami bastir badshah, tui amar begham
Kono madhur raate ami tumpar sathe
Bose badam khabo amar talir chate
Ami bastir badshah, tui amar begham
Kono madhur raate ami tumpar sathe
Bose badam khabo amar talir chate
Tumpa
Nake nak ghose dena
Tumpa
Tui amar puchki sona
Tumpa
Toke niye digha jabo
Tumpa
Gadha phule khat sajabo tumpa
Nake nak ghose dena
Tumpa
Tui amar puchki sona
Tumpa
Toke niye digha jabo
Tumpa
Gadha phule khat sajabo tumpa