Tomake Bhalobeshe Lyrics - Piu Mukherjee | Jimut Roy
2020
About this song
- Song Name : Tomake Bhalobeshe
- Vodafone Users dial - 53712037282
- Idea Users dial - 53712037282
- Airtel Users dial - 5432117440533
- BSNL (South-East ) Users dial - 12037282
- BSNL ( North -West) Users dial - N/A
- Singers - Piu Mukherjee, Jimut Roy
- Music Director - Joy Sarkar
- Lyricist - Srijato
- Arrangements - Joy Sarkar
- Tabla - Joy Nandy, Uday Mukherjee
- Flute - Bubai Nandy
- Guitar - Joy Sarkar
- Programming - Sabuj-Ashish
- Mixing and Mastering - Goutam Basu
Lyrics
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না
তাকে তো রাখা যায় না
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না
তাকে তো রাখা যায় না
সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে, এমনি সম্মোহন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে, এমনি সম্মোহন
সেই মনেরই নাম, জানলে পাল্টাতাম
নীরবে সংযোগে রেখেছি মন যোগে, দিইনি কিছু দাম
নীরবে সংযোগে রেখেছি মন যোগে, দিইনি কিছু দাম
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না
তাকে তো রাখা যায় না
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা