LyricsTashan

Tomake Bhalobeshe Lyrics - Piu Mukherjee | Jimut Roy

in Unknown Category

Watch the Video

Song Information

Tomake bhalobeshe song is sung by and . This song is penned by and composed by . This song was released on 21 Jun 2020.
Song Name : Tomake Bhalobeshe
Singers - Piu Mukherjee, Jimut Roy
Music Director - Joy Sarkar
Lyricist - Srijato
Arrangements - Joy Sarkar

Lyrics

তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা

যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না

তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা

যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না

সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে, এমনি সম্মোহন

সেই মনেরই নাম, জানলে পাল্টাতাম
নীরবে সংযোগে রেখেছি মন যোগে, দিইনি কিছু দাম

তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা

যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না

তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা

Related Songs

More songs
More songs of Piu Mukherjee
More songs of Jimut Roy