Singer: Rupankar Bagchi, Rupam Islam, Anupam RoyComposer: Joy Sarkarকে কোথায় আছে শত্রু চেনাফের শুরু হলো খোঁজ,যায় যায় সময় তবু ধার কমে নাতার যে অস্ত্র মগজ ।ফের ছুটে চলা এদেশ ওদেশঠিক খুলে যাবে জটফের সময়মত সল্ভ হবে কেসদুষ্টু লোক স্পিকটি নট ।জটায়ু জুটে যান তোপসে ঝাঁপায়আর সাহস বাসা বাঁধে যে,জমেছে কতশত টান টান অপেক্ষাএবার রহস্য কে ?তাই ঘনালে অন্ধকারনেই কারোর ভয় পাবারগল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।তাই ঘনালে অন্ধকারনেই কারোর ভয় পাবারগল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
পুড়েছে কাঠ-খড় বহুতবু কাঠমান্ডুতে কেন চুপিচুপি পিছু নিল ভয় ?আকাশে মেঘ মেঘ মেঘরা যেহাসিমুখে বন্ধু সাজে,এ কেমন দুঃসময়?হাজারীবাগে যদি বাঘে ধরেঅভিশাপে ভর করে ,কেইবা জানে কি থেকে কি হয় ।পারাম পারাম পারা যেরাম্পা রাম্পা রাম্পারা যেরাম্পা যেনো ধাপ্পাটা কি দেবে সময় ?সে যত ধূর্ত লোকই হোকশানানো আছে চোখনেই উপায় পার পেয়ে যাবার।তাই ঘনালে অন্ধকারনেই কারোর ভয় পাবারগল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।তাই ঘনালে অন্ধকারনেই কারোর ভয় পাবারগল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।