Feluda Pherot Lyrics - Rupankar Bagchi | Rupam Islam
in Unknown Category
Watch the Video
Song Information
Feluda pherot song is sung by rupankar bagchi, Rupam Islam and Anupam Roy. This song is penned by Srijato Bandyopadhyay and composed by Joy Sarkar. This song was released on 04 May 2020.
Lyrics
Singer: Rupankar Bagchi, Rupam Islam, Anupam Roy
Composer: Joy Sarkar
কে কোথায় আছে শত্রু চেনা
ফের শুরু হলো খোঁজ,
যায় যায় সময় তবু ধার কমে না
তার যে অস্ত্র মগজ ।
ফের ছুটে চলা এদেশ ওদেশ
ঠিক খুলে যাবে জট
ফের সময়মত সল্ভ হবে কেস
দুষ্টু লোক স্পিকটি নট ।
জটায়ু জুটে যান তোপসে ঝাঁপায়
আর সাহস বাসা বাঁধে যে,
জমেছে কতশত টান টান অপেক্ষা
এবার রহস্য কে ?
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
পুড়েছে কাঠ-খড় বহু
তবু কাঠমান্ডুতে কেন চুপিচুপি পিছু নিল ভয় ?
আকাশে মেঘ মেঘ মেঘরা যে
হাসিমুখে বন্ধু সাজে,
এ কেমন দুঃসময়?
হাজারীবাগে যদি বাঘে ধরে
অভিশাপে ভর করে ,
কেইবা জানে কি থেকে কি হয় ।
পারাম পারাম পারা যে
রাম্পা রাম্পা রাম্পারা যে
রাম্পা যেনো ধাপ্পাটা কি দেবে সময় ?
সে যত ধূর্ত লোকই হোক
শানানো আছে চোখ
নেই উপায় পার পেয়ে যাবার।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।