Feluda pherot song is sung by , and . This song is penned by and composed by . This song was released on 04 May 2020.
Singer: Rupankar Bagchi, Rupam Islam, Anupam Roy
Composer: Joy Sarkar

কে কোথায় আছে শত্রু চেনা
ফের শুরু হলো খোঁজ,
যায় যায় সময় তবু ধার কমে না
তার যে অস্ত্র মগজ ।

ফের ছুটে চলা এদেশ ওদেশ
ঠিক খুলে যাবে জট
ফের সময়মত সল্ভ হবে কেস
দুষ্টু লোক স্পিকটি নট ।

জটায়ু জুটে যান তোপসে ঝাঁপায়
আর সাহস বাসা বাঁধে যে,
জমেছে কতশত টান টান অপেক্ষা
এবার রহস্য কে ?

তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।

পুড়েছে কাঠ-খড় বহু
তবু কাঠমান্ডুতে কেন চুপিচুপি পিছু নিল ভয় ?
আকাশে মেঘ মেঘ মেঘরা যে
হাসিমুখে বন্ধু সাজে,
এ কেমন দুঃসময়?

হাজারীবাগে যদি বাঘে ধরে
অভিশাপে ভর করে ,
কেইবা জানে কি থেকে কি হয় ।

পারাম পারাম পারা যে
রাম্পা রাম্পা রাম্পারা যে
রাম্পা যেনো ধাপ্পাটা কি দেবে সময় ?

সে যত ধূর্ত লোকই হোক
শানানো আছে চোখ
নেই উপায় পার পেয়ে যাবার।

তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার ।