Dugga dugga song is sung by . This song is penned by and composed by . This song was released on 22 Oct 2020.
DOP :Nagen Baishya
গোমড়া-মুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে
Composer - Kaushik - Guddu
Sound Design - ZIA, Aditya Shankar and Kaushik
Acoustic, Electric Guitars and Banjo - Aditya Shankar
পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে যাদুর কাঠি
পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি
গোমড়া-মুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে
কিছুতেই মন বসে না , পড়ছে ভাটা সকল কাজে
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল

মন জুড়ে অন্য হাওয়া
খুশিতে হারিয়ে যাওয়া
অশুভর হবেই নিধন
দুঃখ রবে না
লালপেড়ে নতুন শাড়ি
নবরূপে রং বাহারি
উলুতে করবো বরণ
আসছে ঘরে মা

আগমনী শঙ্খধ্বনি
কাশবনে ঢেউ উঠেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল

ছোট ছোট বাচ্ছাগুলো দু’চোখ জুড়ে খুশির আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি উৎসবেরই ডাক পাঠালো
পূজাবার্ষিকী পাতা প্রবীণ মনেও হাতছানি দেয়
বয়েসের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোয়ায়
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল

দিন গুনে অপেক্ষাতে
কেটে যায় বছরটাতে
শরতের ডানায় চড়ে দশভুজা মা
মিলনের ভাসিয়ে ভেলা
আবেগের সিঁদুর খেলা
ধুনুচির ছন্দে ওড়ে
অপার মহিমা
চন্ডীপাঠে অঞ্জলিতে
সুরগুলো বাঁধ ভেঙেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল