Dugga Dugga Lyrics - Sunidhi Chauhan

2020

About this song

  • DOP :Nagen Baishya
  • Vodafone Users dial - 53712166860
  • Idea Users dial - 53712166860
  • Airtel Users dial - 5432117554741
  • BSNL (South-East ) Users dial - 12166860
  • গোমড়া-মুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে
  • Singer - Sunidhi Chauhan
  • Music - Taakdoom
  • Composer - Kaushik - Guddu
  • Lyrics - Indranil Das
  • Sound Design - ZIA, Aditya Shankar and Kaushik
  • Music Production - ZIA
  • Acoustic, Electric Guitars and Banjo - Aditya Shankar
  • Ethnic Strokes - Tapas Roy
  • Vocal Processing - Raghav Chaitanya and Kaushik
  • Music Assistant to Kaushik-Guddu - Shiladitya Sarkar
  • Recording Engineer - Hitesh Sonik
  • Pre-mixing Engineer - Shiladitya Sarkar
  • Mixed and Mastered - ZIA
  • Editor - Subinoy Patari
  • Additional Edits - Soham Dey , Ranadhir Biswas
  • Post Production - Cherrypix
  • Colourist - Uttam Kumar Pandey
  • DI Conformist - Nitai Das
  • Executive Creative Director - Banibrata Goswami
  • Project Management - Prateek Gupta, Saugato Roy Choudhury

Lyrics

পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে যাদুর কাঠি
পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি
গোমড়া-মুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে
কিছুতেই মন বসে না , পড়ছে ভাটা সকল কাজে
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
মন জুড়ে অন্য হাওয়া
খুশিতে হারিয়ে যাওয়া
অশুভর হবেই নিধন
দুঃখ রবে না
লালপেড়ে নতুন শাড়ি
নবরূপে রং বাহারি
উলুতে করবো বরণ
আসছে ঘরে মা
আগমনী শঙ্খধ্বনি
কাশবনে ঢেউ উঠেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
ছোট ছোট বাচ্ছাগুলো দু’চোখ জুড়ে খুশির আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি উৎসবেরই ডাক পাঠালো
পূজাবার্ষিকী পাতা প্রবীণ মনেও হাতছানি দেয়
বয়েসের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোয়ায়
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
দিন গুনে অপেক্ষাতে
কেটে যায় বছরটাতে
শরতের ডানায় চড়ে দশভুজা মা
মিলনের ভাসিয়ে ভেলা
আবেগের সিঁদুর খেলা
ধুনুচির ছন্দে ওড়ে
অপার মহিমা
চন্ডীপাঠে অঞ্জলিতে
সুরগুলো বাঁধ ভেঙেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল